নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ মমোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম ||
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সপ্তাহের প্রতি বুধবার গণশুনানী অনুষ্ঠিত হবে। সরকার কর্তৃক প্রদও নির্দেশনা মতে নবীগঞ্জ উপজেলায় প্রতি বুধবার গণশুনানী গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার( ৯ সেপ্টেম্বর) ইউএনও শেখ মহিউদ্দিন জানান,উপজেলার বিভিন্ন গ্রাম ও দূর- দূরান্ত থেকে অনেকেই এসে আমার দেখা না পেয়ে ফিরে যেতে হয় বা অপেক্ষায় থাকতে হয়( অন্যএ নির্ধারিত প্রোগ্রাম থাকায়)।
তাদের এমন কষ্ট লাঘবে সপ্তাহের প্রতি বুধবার জনগণের বিভিন্ন সমস্যা,অভিযোগ শোনা ও তাৎক্ষণিক সমাধানে সরকারের এ নির্দেশনা পালন করা হবে।এখন থেকে গণশুনানী সপ্তাহের প্রতি বুধবার হবে।উল্লেখ্য,সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে যেতে প্রশাসনের সব পর্যায়ে গণশুনানী বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। এমনকি নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে ও সরকারকে জনগণের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য তা আরো বৃদ্ধি ও কার্যকরের নির্দেশনা দিয়েছিলেন। গণশুনানী মাধ্যমে মানুযের অভিযোগ শুনে তা প্রতিকার করা হবে।