খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, ফকিরহাটের শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার ক্লাবের ১ম বর্ষপূর্তি অনুষ্ঠান শুক্রবার সন্ধায় মোল্লার বাজারে অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি মুনীর হোসেন লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
ক্লাবের সাধারন সম্পাদক মাওলানা মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় এতে অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন, শুভদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর, দেয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, ওয়ার্ড আ,লীগ নেতা প্রবীর বিশ্বাস, ক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা আলী আহম্মদ, ক্লাবের চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু হানিফ শেখ ডালিম, বেতাগা রক্ত সেবার পরিচালক মোঃ আলমগীর হোসেন, সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান ও পিন্টু দাশ সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। পরে ২৯৭ জন সদস্য সহ অতিথিদের মাঝে শুভেচ্ছা স্বরুপ টি-শার্ট ও উপহার সামগ্রী বিতরন করা হয়।