মানিকছড়ি প্রতিনিধিঃ-
মানিকছড়ি উপজেলায় এ প্রথম দেশীয় পণ্য এপেক্স শো রুম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টায় মানিকছড়ি বাজারের মা ভবন সংলগ্ন মার্কেটে মের্সাস আয়াত এন্টারপ্রাইজে দেশীয় পণ্য এপেক্স শো রুম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার ( ভুমি) রিফাত আসমা।
অতিথিরা প্রথমে ফিতা কেটে এপেক্স শো রুম উদ্বোধন করেন। পরে অতিথিরা দেশীয় পণ্য এপেক্স এর মান অক্ষুন্ন রেখে এবং গ্রাহক সেবার মান নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করেন। প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ বেলাল হোসেন এবং বিভাগীয় কর্মকর্তা মোঃ জনি সেবার মান নিশ্চিত করেই ব্যবসা করবে বলে আশ্বস্থ করেন।