খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধি।
মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি (ভূমি) কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন।
“কোভিড-১৯ সংকট, সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা”এ প্রতিপাদ্য বিষয় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, শিক্ষক হারুন অর রশীদ, সহকারী শিক্ষক হরিচাঁদ কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান।