শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
রাউজান সুলতানপুর ৫০ শয্যা আইসোলেশন সেন্টারে করোনা রোগীদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী দেয়া হয়।জানা যায়, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু’র বাবা-মাসহ আরো কয়েকজন করোনা রোগী আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছে।গতকাল বুধবার বিকেলে রাউজান আইসোলেশন সেন্টারে পুষ্টিকর খাদ্যসামগ্রী নিয়ে এসব করোনা রোগীদের দেখতে গেলেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন,উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, যুবলীগ নেতা আবু ছালেক,সাবের হোসেন,ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন,মোহাম্মদ আসিফ,ফয়সাল মাহমুদ,বেলাল হোসেন সিফাতসহ অনেকেই।