বদরুল হক:-
আনোয়ারা সাঙ্গু নদী থেকে ডের্রজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে সাঙ্গু নদী থেকে স্থানীয় ভাবে এম ভি রোহান নামের ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় সাঙ্গু কোস্টগার্ডের সহযোগিতায় এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবীর হাসান চৌধুরী জানান, অবৈধভাবে সাঙ্গু নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাঙ্গু নদীতে সাঙ্গু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এম ভি রোহানের বেলাল নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।