1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামীকে পিটিয়ে মারলো পরকিয়ার দরুন ডিভোর্সী স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪ সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম ৭ দফা দাবি জনগণের কাছে পৌঁছাতে জাতীয় সমাবেশ জামায়াতের বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু ৫ আগস্ট সারা দেশে বন্ধ থাকবে ব্যাংক তারেক – ইউনুস আলোচনার পর মানুষের মাঝে স্বস্তি ফিরিলেও কয়েকটি দল এটিকে ভালো ভাবে মেনে নিতে পারছেনা— আমিনুল হক  গোপালগঞ্জের ঘটনায় জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান সেনাবাহিনীর নির্বাচনকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি পরিকল্পিত : বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে তাজউদ্দিন পরিবারের সাক্ষাৎ গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদের আশ্রয়কেন্দ্র: নাহিদ ইসলাম

স্বামীকে পিটিয়ে মারলো পরকিয়ার দরুন ডিভোর্সী স্ত্রী

কে এম ইউসুফ (হাটহাজারী)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯৬ বার

চট্টগ্রামের হাটহাজারীতে মো. সেলিম (৫২) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে সাত মাস আগে ডিভোর্স দেয়া স্ত্রী কুলসুমা সিদ্দিকা প্রকাশ প্রিয়ার (৩২) বিরুদ্ধে।

রোববার বিকালে পুলিশ পরকীয়ার জেরে স্বামীকে লাঠির আঘাত করার অভিযোগে স্ত্রী প্রিয়াকে আটক করেছে। এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলীর বাড়িতে হত্যার ঘটনা ঘটে।

নিহত সেলিম ওই এলাকার হাজী রাজা মিয়া সওদাগরের ছেলে। তিনি ৩ বছর আগে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে স্ত্রী প্রিয়াকে তালাক দেন। তাদের ১৩-১৪ বছরের দাম্পত্য জীবনে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক কন্যা (১২) ও মাদ্রাসা পড়ুয়া এক পুত্র সন্তান (১০) রয়েছে।

জানা যায়, ২০০৭ সালের ২৭ আগস্ট ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের মোহাম্মদ ইউসুফের মেয়ে কুলসুমা সিদ্দিকা প্রকাশ প্রিয়ার সঙ্গে হাটহাজারীর নাঙ্গলমোড়া ইউনিয়নের হেদায়েত আলী বাড়ীর রাজা মিয়া সওদাগরের ছেলে মো. সেলিমের বিয়ে হয়। সেলিম বছরখানেক আগে দেশে ফিরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় আদালতের মাধ্যমে স্ত্রী প্রিয়াকে ডিভোর্স দেন।

কিন্তু ডিভোর্সের সাত মাস পেরোলেও ঘর ছেড়ে যাননি স্ত্রী প্রিয়া। স্বামীর ঘরের পাশে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন প্রিয়া। এরমধ্যে সপ্তাহখানেক আগে চট্টগ্রাম নগরীর জুবলি রোডে একটি হার্ডওয়ারের দোকানে চাকরি নেন সেলিম।

নিহতের ছোট বোন পারভিন আক্তার সাংবাদিকদের বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে তার ভাই ফোন দিয়ে কান্নাজড়িত কন্ঠে জানায় তাকে মেরে ফেলতেছে, বাঁচানোর আকুতি জানায় বোনের কাছে। তাকে খুব মারছে জানালে ফোন কেটেই তারা বাড়ির দিকে যান।

পরে রাত সোয়া একটার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার ভাইকে মরা দেখতে পাই।

ঘটনার ব্যাপারে নিহত সেলিমের মেয়ে ফাবিজা নূর আলিফ বলেন- রাতে মা-বাবার মধ্যে ঝগড়া হয়েছে’

এদিকে রোববার সকালে নিহতের পরিবার সকাল ১১টার দিকে লাশ দাফনের প্রস্তুতি নিলে এলাকবাসী বাধা দেয় এবং ৯৯৯ নাম্বারে ফোন করে প্রশাসনকে জানায়। অপরদিকে প্রিয়াও (সেলিমের সাবেক স্ত্রী) তাকে মারধর করা হচ্ছে বলে ৯৯৯ নাম্বারে ফোন করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশের সুরতহাল তৈরি করে লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় এবং স্ত্রীকে আটক করে।

এ ব্যাপারে হাটহাজারী থানার ওসি মুহাম্মদ মাসুদ আলম জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই মো. শাহাবউদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net