খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ফকিরহাটে গ্যাসবাহী ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট বিশ্বরোড মোড়ে এদুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,তিনজন মোটরসাইকেল আরোহী চিতলমারী থেকে খুলনা যাওয়ার পথে ওই স্থানে আসলে একটি গ্যাসবাহী ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক চিতলমারীর অলিগাতী গ্রামে রফিকুল ইসলাম (৪০), একই গ্রামের মোঃ হুসাইন (৪০) ও জালালকারী (৫৫) আহত হয়।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।