শাহাদাত হোসেন,রাউজানঃ
হালদা নদীতে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)’র উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে হালদায় গৃহীত প্রকল্প সমূহ উপস্থাপন করেন আইডিএফ এর কর্মকর্তা শফি হোসেন। সভায় হালদার রক্ষায় আগামীর করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান,পৌর কাউন্সিলর আলমগীর আলী, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন শাহাবুদ্দিন আরিফ, সাংবাদিক মীর আসলাম,সাংবাদিক শফিউল আলম, নোয়াজিষপুর ইউনিয়নের ইউপি সদস্য মানিক, আইডিএফ ফ্যামিলেটর সজিব হোসাইন,আইডিএফ সহকারী কৃষি কর্মকর্তা মিনু দাশ।