খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
রাজস্ব বাজেটের আওতায় বাগেরহাট জেলার কচুয়ায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পুকুরে এ মাছের অবমুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এর মধ্যদিয়ে এ মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর,উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, ওসি তদন্ত সরদার ইকবাল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা বিপুল কৃষ্ণ পাল সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপজেলার ২৪টি প্রতিষ্ঠানের পুকুরে ৪শ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।