সুফিয়ান
কুমিল্লাস্থ বরুড়া উপজেলার নাগরিকদের নিয়ে মুক্ত আলোচনার মাধ্যমে “কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাব” আত্মপ্রকাশ ঘটেছে। গত ৫ সেপ্টেম্বর (শনিবার) কুমিল্লা ই হক কোচিং সেন্টারে নতুন এ সংগঠনের যাত্রা শুরু হয়। আলোচনায় সংগঠনের নামের পাশাপাশি আহবায়ক কমিটি ঘঠিত হয়।
আলোচনার মাধ্যমে আহবায়ক কমিটি ঘটন করা হয়। নোয়াখালী চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমানকে আআহবায়ক ও বরুড়ার কথা অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক- সুজন মজুমদারকে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। সদস্যরা হলেন, কুমিল্লা জজকোর্টের এ্যাডভোকেট জয়নাল মাযহারী, রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও ই হক কোচিং সেন্টারের শিক্ষক মোহাম্মদ শাহজালাল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী আজহারুল ইসলাম, মোঃ জুয়েল হোসেন, ড্রাইভার এবং সিকিউরিটি ইনচার্জ সোহেল রানাসহ আরোও অনেকে। উক্ত আহবায়ক কমিটি মেয়াদ আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ও গঠনতন্ত্র তৈরি করবে। — সংবাদ বিজ্ঞপ্তি