হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি
শেরপুরের নকলায় নিখোঁজের ৩ দিন পর বুধবার ডোবা থেকে কহিনূর বেগম (৪৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে নকলা থানার পুলিশ। কহিনূর নকলা উপজেলার চরকামানীপাড় গ্রামের দুলু মিয়ার স্ত্রী।
গত রোববার থেকে কহিনূর বেগম নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যাচ্ছিলো না। বুধবার সকালে কহিনূর বেগমের ছোট ছেলে সোহান মিয়া তাদের বাড়ির নিকটে একটি ডোবায় তার মায়ের পড়নের কাপড়ের অংশ দেখে বাড়ীর লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নকলা থানায় নিয়ে আসে। নিখোঁজ স্ত্রীর লাশের সন্ধান পাওয়ার সংবাদ পেয়ে স্বামী দুলু মিয়া পলাতক রয়েছে।