সোনারগাঁ প্রতিনিধ :
নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সোনারগাঁ প্রবাসী সংগঠনের নেতারা।
সোনারগাঁ প্রবাসী সংগঠনের সাধারণ সম্পাদক জনাৰ বাছেদ আহম্মেদ এক শোক বার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে আহতদের আশু আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এসি বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত অন্তত ১১ জন মারা গেছেন। আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।