মোঃসাইফুল্লাহ;
মাগুরার মহম্মদপুর উপজেলার আওনাড়া গ্রামে কেয়া খাতুন (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে মহম্মদপুর থানা পুলিশ খবর পেয়ে গৃহবধূর লাশ হাসপাতাল থেকে মর্গে পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, কেয়া খাতুন উপজেলার দীঘা ইউনিয়নের আওনাড়া গ্রামের দুবাই প্রবাসী সজিব শেখের স্ত্রী।
শ্বশুর বাড়ির লোকজনেরা কেয়ার লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
এক বছর আগে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের ফসিয়ার রহমান মোল্যার মেয়ে কেয়া খাতুনের সাথে একই উপজেলার দীঘা
ইউনিয়নের আওনাড়া গ্রামের আবুল শেখের ছেলে সজিব শেখের বিয়ে হয়। বিয়ের তিন মাস পর স্বামী সজিব দুবাই চলে যান। তাদের কোন সন্তান নেই।
প্রতিবেশীরা বলেন, আজ বেলা পৌনে একটার দিকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ঘরে কেয়ার লাশ পাওয়া যায়।
১৬ সেপ্টেম্বর বুধবার রাতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস মোবাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, এবং মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার মামলা নং ৫২/২০২০ তারিখ ১৬/৯/২০২০ ইং।