খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার, চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মারুফুল আলম মাস্ক পরে বাজারে আসায় দুই শিশুকে চকলেট উপহার দিয়েছেন। বুধবার দুপুরে তিনি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে খুশি হয়ে এ উপহার দেন। নির্বাহী অফিসারের এ ধরনের কর্মকান্ড উপস্থিত সকলকে মোহিত করেছে।
নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, করোনার এই ক্রান্তিকালে বড়রাই যেখানে নিয়মানুযায়ী মাস্ক ব্যবহারে অনীহা। সেখানে ছোট্ট দু’টি শিশুর স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরাটা আমাকে মুগ্ধ করেছে। তাই নিতান্ত মনের টানে ভালবাসা স্বরূপ ওদেরকে এই উপহার দিলাম। এটা তেমন কিছু নয়।