শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধী দলের নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী। কর্মসূচীর মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন,দোয়া মাহফিল,কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ।
৯ সেপ্টেম্বর বুধবার সকালে রাউজানের গহিরা মরহুমের নিজ গ্রামের বক্সআলী চৌধুরী জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মরহুমের সুযোগ্য সন্তান রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্বা কাজী আবদুল ওহাব,উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহমুদ ভূইঁয়া,রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন,হাইওয়ে থানার ওসি জুবায়েরু হক,উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী মোহাম্মাদ ইকবাল, স্বপন দাশ গুপ্ত,যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান,এম সরোয়ার্দী সিকদার,পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা জানে আলম জনি,সাইফুল ইসলাম চৌধুরী রানা, আলমগীর আলী,জসিম উদ্দিন চৌধুরী,হাসান মোঃ রাসেল,চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রিয়তোষ চৌধুরী,আবদুর রহমান চৌধুরী,বিএম জসিম উদ্দিন হিরু,নুরুল আবছার, দিদারুল আলম,আব্বাস উদ্দিন আহম্মদ, সাহাবুউদ্দিন আরিফ,সৈয়দ আবদুল জব্বার সোহেল,ভুপেষ বড়ুয়া,রোকন উদ্দিন,সুকুমার বড়ুয়া তছলিম উদ্দিন চৌধুরী,পৌর আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী,নুরুল ইসলাম শাহ্জাহান, জসিম উদ্দিন,শওকত হাসান,আজাদ হোসেন, তছলিম,মুছা আলম খাঁন,আব্দুল লতিফ,যুবলীগ নেতা সাজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী,শওকত হোসেন, জিয়াউল হক রোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিপলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী,সাধারন সম্পাদক আশিফ,রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ ফয়সল মাহমুদ প্রমুখ।এছাড়াও ১৪টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম ও মরহুমের জীবনীর উপর আলোচনা করেন বক্স আলী জামে মসজিদের খতিব মাওলানা কাজী কুতুব উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বোরহান কাদের। মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।পরে রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনে পক্ষে মরহুমের কবরে পুস্প মাল্য অর্পণ করে কবর জিয়ারত করা হয়।