শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
শহীদ মুক্তিযোদ্ধা মুছা খাঁন এর নামে স্মৃতিসৌধ হচ্ছে রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম.এ মাদ্রাসার সামনে।গতকাল শনিবার সকালে এই মাদ্রাসার সামনে স্মৃতিসৌধ নির্মাণের স্থান পরিদর্শন করেন পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুউদ্দিন আরিফ।এই স্মৃতিসৌধসহ রাউজানের আরো চারটি স্মৃতিসৌধ নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ।
জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব জানিয়েছেন,ইতিমধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণে রাউজানের চারটি স্থান নির্বাচন করা হয়েছে।এসব স্থান হচ্ছে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাউজানের শেষ সীমানার গোদারপাড় (গিরিছায়া),কাপ্তাই সড়কের পাশে চট্টগ্রাম প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে, কাগতিয়া মাদ্রাসার সামনে,অপরটি হবে আমির হাটে।প্রতিটি স্মৃতিসৌধ নির্মাণে ব্যয়ে করা হবে ৩৫ লাখ টাকা করে এক কোটি ৪০ লাখ টাকা।এসব স্মৃতিসৌধ নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়।
জানা গেছে,কাগতিয়া মাদ্রাসায় রাজাকারের ক্যাম্প ধ্বংস করতে গিয়ে রাজাকারদের ছোঁড় গুলিতে ৭১সালে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা মুছা খাঁন।হলদিয়ার আমীরহাট এলাকায় সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন মুক্তিযোদ্ধা আবদুল মান্নান।কাপ্তাই সড়কের চট্টগ্রাম প্রযুক্তি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে (চুয়েট) হানাদার বাহিনীর হাতে শহীদ হন মুক্তিযুদ্ধের সংগঠক ও তৎকালীন আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর পুত্র সাইফুদ্দীন খালেদ।রাউজানের শেষ সীমানার গোদারপাড় এলাকায় মুক্তিযুদ্ধের শেষের দিকে রাঙামাটি থেকে পালিয়ে যাওয়ার সময় পাক হানাদার বাহিনীর সশস্ত্র একটি দলকে আটক করা হয়েছিল।ওই সময় তারা সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল।এসব আলোচিত স্থানেই নির্মাণ করা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে স্মৃতিসৌধ।
কাগতিয়া মাদ্রাসার সামনে স্মৃতিসৌধ নির্মাণের স্থান পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জালাল,মোহাম্মদ রাশেদ,আকতার হোসেন,মোহাম্মদ তৈয়ব,আব্দুল্লাহ আল মাসুদ,লিটন দে,আনোয়ার হোসেন,টনি বড়ুয়া,রহমান,অমিত, সাফায়েত হোসেন তৌহিদ,আজগর,খোকন,রিমন, নেয়ামত প্রমুখ।