আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।
আসন্ন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টের সাবেক সহ-সভাপতি স্বজন কুমার তালুকদার।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে স্বজন কুমার তালুকদারকে নৌকা প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।
চলতি বছরের ২৩ জুলাই রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুল রহমান চৌধুরী মারা যাওয়ায় ওই চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।