তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব ফ্যাশন হাউজ ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’। কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকার ঈশাখা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ফ্যাশন হাউজটি তার যাত্রা শুরু করেছে।
‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানটিতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিশিষ্ট রাজনীতিক ও শ্রমিক নেতা আবদুর রহমান রুমী, সাংবাদিক আশরাফুল ইসলাম, আলী রেজা সুমন, সাজন আহাম্মেদ পাপন, রাজিবুল হক সিদ্দিকী ও আল আমিন ছাড়াও ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় ‘পাটসুতা গার্মেন্টস লিমিটেড’ এর ব্যবসায়ীক অংশীদার মো. আশরাফ আলী, মাহবুব আলম ও মোজাহিদুল ইসলাম ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন।
দোয়া পরিচালনা করেন গুরুদয়াল সরকারি কলেজ জামে মসজিদের ইমাম মাও. মো. আশরাফ আলী।
‘পাটসুতা’য় শূন্য থেকে পনেরো বছর বয়সী ছেলে ও মেয়েদের যাবতীয় জামাকাপড় পাওয়া যাবে। বিশেষ করে এখানে পাটজাত কাপড়ে তৈরি বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় পোশাকের বিপুল সম্ভার রয়েছে।