মোস্তাফিজার বাবলু:
শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা পুলিশের ইনচার্জ (ওসি) শেখ রোকনুজ্জামান জানান, এর আগে বৃহস্পতিবার নিহতের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মহির উদ্দিন (৫৫)।
জানা যায়, রংপুর মহানগরীর মাহিগঞ্জের জমজম ফিড মিলে শ্রমিকের কাজ করতেন তিনি।
মঙ্গলবার বিকেলে তার সহকর্মী আজিজুল্লাহ গ্রামের আছের উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম, দেওয়ানটুলি গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে মোঃ জহিরুল ইসলাম বাবু সহ আরও এক শ্রমিকের সহায়তায় জমজম ফিড মিলের মেশিনের বাতাস বের হওয়ার ভ্যাকম পাইপ মহির উদ্দিনের পায়ুপথে দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়।
এতে তাঁর অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা গা ঢাকা দেয়। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে।