শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:
আহলে সুন্নাত ওয়াল জামাত ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (স.) অনুষ্ঠিত হয়েছে।
ঈদ-এ মিলাদুন্নবী (স.) উপলক্ষে ২৮ অক্টোবর সকাল ৮টা হতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা আবুল কাশেম নূরীর নেতৃত্বে ধর্মপুর আজিজিয়া হাশেমীয়া নূরিয়া মাদ্রাসা হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়।
র্যালীটি আজাদী বাজার, নানুপুর বাজার, বিনাজুরী, চারালিয়াহাট, রাঙ্গামাটিয়া চৌমুহনী, বিবিরহাট, নাজিরহাট ঝংকার প্রদক্ষিণ করে মাইজভাণ্ডার দরবার শরীফে জিয়ারত ও আখেরী মােনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
জুলুসে সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম আল কাদেরী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দৌলা,মাওলানা শফিউল আলম নেজামী, মাওলানা ওসমান গনি জালালী, মাওলানা মোদাস্সের হাশেমী, এস.এম ফখরুদ্দীন, হাফেজ মঞ্জুরুল আনোয়ার, মাস্টার ইউনুস, আলহাজ আলমগীর, জসীম উদ্দীন, মাওলানা নুরুল আলম কাদেরী, মাওলানা ওমর ফারুক আজমী, মাওলানা এহসানুল করীম, জামাল পাশা কন্ট্রাক্টর, মাস্টার জাফর মিয়া, মজহারুল হক কায়সার, ইসমাঈল হোসেন রানা, আবু হানিফ রিপন, মাওলানা হাসান নূরী সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন।।