মাহমুদুল হাসান ,রাঙ্গাবালী (পটুয়াখালী)।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার তোফেলিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার মৌডুবী ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন। বিক্ষোভ সমাবেশে মৌডুবী বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ এইচ,এম তবারকউল্লাহ বলেন,বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করার দৃষ্টতা দেখিয়ে সভ্যতার দাবিদার ফ্রান্সের প্রেসিডেন্ট বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিক্ষোভ সমাবেশে মৌডুবী বাজার তোফেলিয়া জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আবুল কাশেম সোহাগ, মাওলানা মোঃ ওমর ফারুক, হাফেজ মাওলানা কারী আবু তাহের, প্রমুখ।এসময় বক্তারা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার নিন্দা জ্ঞাপন করার আহবান জানান।