লাভলু শেখ, লালমনিরহাটঃ
বৃহস্পতিবার শ্রী শ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্ত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের আয়োজনে শারদীয় দুর্গোৎসব ২০২০ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান দেশরত্ন শেখ হাসিনা’র শারদ উপহার ও অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাটের সহকারী পরিচালক আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরা লাল রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়। এ সময় বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাভলু শেখ লালমনিরহাট
০১৭১০২৬৪৩৭২