জেসমিন বাপ্পি
‘সবার উপরে মানবতা’ এই শ্লোগানেকে সামনে রেখে লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে লায়ন্স হসপিটাল চত্বরে ২৭ অক্টোবর রাশিয়া বেগম নামে একজন অসহায় গরিব মহিলাকে একটি সেলাই মেশিন বিতরণ করা হয় । যাতে সে নিজের আত্মকর্ম সংস্থান করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ৩১৫-বি৪ এর রিজিওন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, ক্লাব সচিব লায়ন আবেদা বেগম, লিও জেলা ৩১৫-বি৪ এর জেলা সভাপতি লিও এইচ এম হাকিম, আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব পারিজাত এলিটের সভাপতি লিও খাবির উদ্দিন প্রভাত, ক্লাব সহসভাপতি লিও মরিয়ম কোরাইশী ও লিও রেজাউল করিম ইফতি, লিও ক্লাব সচিব লিও মোঃ মামুন এবং ট্রেজারার লিও আবু বক্কর।