শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ
 
																
								
                                    
									
                                 
														
							 
                    শ্রীনগর উপজেলায় তন্তর ইউনিয়ন ব্রাহ্মণখোলা গ্রামে ইউপিসদস্য আব্দুল
আলিমের বিরুদ্ধে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে
বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। একমাত্র ব্রাহ্মণখোলা-
নপাড়া চলাচলের রাস্তা, ফসলী জমি, বাড়ী মারাত্মক ঝুকির
মধ্যে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, একটি শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ
লাগিয়ে ব্রাহ্মণখোলা-নপাড়া চলাচলের রাস্তার পাশে পুকুর
থেকে বালু উত্তোলন করা হচ্ছে। গোপনে বালু উত্তোলন
করায় পুকুর সংলগ্ন রাস্তা, বসত-বাড়ী ও ফসলী জমি
ঝুকির মধ্যে পড়েছে।
এলাকাবাসী জানান, ব্রাহ্মনখোলা ৪ নং ওয়ার্ডে ইউপি
সদস্য আব্দুল আলিম অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে
বহুদিন ধরে বালু উত্তোল করে আসছেন। রাস্তার পাশের
পুকুর থেকে বালু উত্তোলনের কারনে আশংকা করছি যে
কোন সমায় ভূমি ধস বা রাস্তা ভেঙ্গে যেতে পাড়ে। এই
ড্রেজার দ্রæত বন্ধের জন্য প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ
কামনা করছি।
ইউপি সদস্য আব্দুল আলিমের কাছে জানতে চাইলে
তিনি বলেন, এইখানে আগে থেকেই পুকুর ছিল। পুকুর
থেকে বালু উত্তোলন অবৈধ না।সহকারি কমিশনার ভূমি কেয়া দেবনাথ বলেন, এ ব্যপারে
আমার কাছে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে
আইনগত ব্যাবস্তা নেওয়া হবে।