1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চলচ্চিত্রশিল্পের কারো কারো দুরভিসন্ধির কাছে আমি হেরে গেছি : রিয়াজ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে কালবৈশাখীর তান্ডবে উপড়ে পড়েছে গাছপালা ও বিদ্যুৎ খুঁটি  ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কুবি ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা শিক্ষক ও তার ভাই’ মোবাইল একাউন্টে ঠাকুরগাঁওয়ে হরিপুরে চরম দুর্দিনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁশ মালী পরিবারের সদস্যরা ! চৌদ্দগ্রামে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত সুবিধা বঞ্চিত জনগণের পাশে থেকেই ইসমত আরার মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠা উপাচার্যকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিল আবাসিক শিক্ষার্থীরা কুবির শেখ হাসিনা হলের নতুন প্রাধ্যক্ষ বাংলাদেশের দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মুজিব উল্ল্যাহ্ তুষার

চলচ্চিত্রশিল্পের কারো কারো দুরভিসন্ধির কাছে আমি হেরে গেছি : রিয়াজ

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ১৮৬ বার

অত্যন্ত আবেগ প্রবণ হয়ে এ কথা বলেছেন রিয়াজ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, চলচ্চিত্রশিল্পের কল্যাণেই তিনি চিত্রনায়ক রিয়াজ হিসেবে পরিচিত এবং প্রতিষ্ঠিত। চলচ্চিত্রের দুর্দিনে তিনি চলচ্চিত্রের কল্যাণে কি ভূমিকা পালন করছেন? জবাবে তিনি বলেন, ‘কিছুই না। আমার কি করণীয় আছে বলুন। যখন করার সুযোগ ছিল তখন আমাকে এবং আমাদের প্রজন্মের নায়কদের কিছুই করতে দেওয়া হয়নি। একজন নায়ক একচ্ছত্র আধিপত্য বিস্তার এবং বেশি পারিশ্রমিক নেওয়ার জন্য চলচ্চিত্র ব্যবসায়ের কাউকে কাউকে অকাতরে অর্থ দিয়েছেন।

আমার কোনো ছবি মুক্তির পর্যায়ে এলেই কিছু এজেন্ট সিনেমা হল মালিককে বলতেন অমুক ছবি আসছে। কিন্তু চলবে না। কিছু বুকিং এজেন্ট তাদের নানা উপায়ে নিজের করে নিয়েছেন যাতে আমার ছবি প্রদর্শন না করে। তিনি শেষ পর্যন্ত একক আধিপত্য বিস্তার করতে পেরেছেন। এভাবেই আমরা দৃশ্যপট থেকে হারিয়ে গেছি।’ তার কথার ধারাবাহিকতায় তাকে বলা হলো, প্রশিক্ষিত একজন সৈনিকতো কখনো পরাজয় বরণ করে না। হয় তিনি শহীদ হবেন, না হয় জয়ী হবেন। তার মাঝামাঝি বিষয়টাতো দু:খজনক। একজন প্রকৃত সৈনিকতো যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের হাতে গ্রেপ্তার হওয়া মেনে নিতে পারেন না। রিয়াজ সেটা কেন মেনে নিলেন? তিনি বলেন, ‘আমি বিমান বাহিনীর লোক হিসেবে অবশ্যই প্রশিক্ষিত একজন সৈনিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বিরুদ্ধে যে দুরভিসন্ধি হচ্ছে সেটা আমরা জানতাম না। যখন জেনেছি তখন আর কিছু করার ছিল না। পরিচালক এফআই মানিক আমাকে নিয়ে একের পর এক হিট ছবি নির্মাণ করেছেন। এক পর্যায়ে তাকেও প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হলো। যুদ্ধক্ষেত্রে যখন দেখা যায় যোদ্ধা সৈনিকরা সব মীর জাফরের দলে যোগ দিয়েছে, তখন কমান্ডারের পরাজিত হওয়া ছাড়া আর কি করণীয় থাকে। আমরা এবং আমি এভাবেই পরাজিত হয়েছি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম