রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
পরিবেশক সমিতি দিনাজপুরকে মযার্দাশীল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করা এবং উন্নয়নের মহাসড়কে উন্নিতকরণের মাধ্যমে সকল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকারের মধ্যদিয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভা -২০১৯।
৬ নভেম্বর শুক্রবার রাতে দিনাজপুর শহরের সুইহারী¯’ কমিউনিটি সেন্টারে পরিবেশক সমিতি দিনাজপুরের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো: রেজোয়ান হোসেন চৌধুরী রানা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় বার্ষিক প্রতিবেদন উপ¯’াপন করেন সাধারন সম্পাদক মো: শামীম কবির ও আয়-ব্যয়ের রির্পোট উপ¯’াপন করেন অর্থ সম্পাদক মো: আব্দুস সালাম। রির্পোট ২টির উপর বিস্তারিত আলোচনার পর তা সর্বক্রমে পাশ হয়। এর আগে গত ২০১৮ বার্ষিক সাধারন সভার রেজুলেশন পাঠ করেন সহ-সভাপতি মো: রেফাত হাসান রাব্বুল। এসময় অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি এমএ মামুন বিপ্লব ও সাবেক সভাপতি ও বর্তমান সদস্য শফিউল্লাহ খান শুল্কা।
সভায় সংগঠনের সাধারন সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নিয়ে সংগঠনের বিভিন্ন সমস্যা এবং সম্ভবনার চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় তারা বলেন,আমরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন রকমের,লেনদেনের ক্ষেত্রে সৃষ্ট দোকানদার এবং পরিবেশক,ডিএসআর এবং এসআর‘দের নিয়ে হয়রানী,ভয়ভীতি ও অর্থ লোপাটের মত ঘটনায় ক্ষতির সন্মুখীণ হ”িছ। সভায় সকলেই এবিষয় গুলোতে একমত হয়ে সংগঠনের পক্ষ হতে তারা সািির্বক সহযোগীতা প্রত্যাশা করেন।
সাধারন সভার প্রতিবেদন ও আয়-ব্যয়ের উপর আলোচনা শেষে সদস্যরা র্যাফেল ড্র -তে অংশ নেয় সদস্যরা। পরে র্যাফেল ড্র বিজয়ী ৩ ভাগ্যবানের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি মো: রেজোয়ার হোসেন চৌধুরী রানাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা।