হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলা কৃষকলীগের উদ্যোগে ৮০জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজী বীজ বিতরণ করা হয়েছে ।সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি কৃষিবিদ নজরুল ইসলাম বক্তব্য রাখেন।এসময় উপজেলা আওয়ামীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান, মেয়র হাফিজুর রহমান লিটন, ,জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সম্পাদক শফিকুল ইসলাম মিজু, ময়মনসিংহ জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইন্দ্রজিৎ কুমার ধর,কৃষক লীগের যুগ্ন আহব্বায়ক আব্দুল মন্নাফ খান ও যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমূখ বক্তব্য রাখেন।