আলমগীর হোসেন, খাগড়াছড়ি,প্রতিনিধিঃ
খাগড়াছড়ির গুইমারায় ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় (আইডি এফ)এর লীন প্রকল্পের মাধ্যমে নিউট্রিশন প্রোগ্রামিং প্রশিক্ষণ অনুিষ্ঠিত হয়েছে।
উপজেলা পুষ্টিসমন্বয় কমিটির(ইউএনসিসি)আয়োজনে লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন(লীন)প্রকল্পের সহযোগিতায় জেলা পুষ্টিসমন্বয় কমিটির(ডিএনসিসি)সদস্য ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ নুরুল আফসার ও মাটিরাংগা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ কান্তি চাকমা গন প্রশিক্ষনের প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলেন।
আই ডিএফের সার্বিক পরিচালনায় উপজেলা সমন্বয় কারী জয়মোহন চাকমার সঞ্চালনায়সোম ও মঙ্গলবার সকাল থেকে দুইদিনব্যাপি গুইমারা উপজেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন ,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা সহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মেমং মারমাসহ প্রশিক্ষনে উপজেলা পুষ্টি বিষয়ক সমন্বয় কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যগন উপস্থিত ছিলেন।