1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে আগাম নির্বাচনী হাওয়া - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে জামায়াতের গণসংযোগে ইসলামী কল্যাণরাষ্ট্রের অঙ্গীকার ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি নবীগঞ্জে আলোচনা সভা  অনুষ্ঠিত  মানিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা জামায়াতের আলোচনার প্রস্তাব, যা বললেন বিএনপির মহাসচিব জুলাই সনদে নোট অব ডিসেন্ট বলে কিছু থাকবে না- নাহিদ ইসলাম সোনারগাঁয়ের রাজনীতিতে নতুন মেরুকরণ আলোচনায় শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া সিন্দুকছড়ি জোনের উদ্যোগে সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ গুইমারায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রমে ২৭ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা বিতরণ চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ নির্বাচন সুষ্ঠু করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে আগাম নির্বাচনী হাওয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ২৪০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাড়া-মহল্লার চায়ের দোকানগুলো এখন বেশ সরগরম। কে প্রার্থী হচ্ছেন, কার অবস্থান ভালো তা নিয়ে যেন যুক্তিতর্কের শেষ নেই।

যদিও এ উপজেলায় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে এখনো অনেক বাকি। তবুও আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ লোকজনের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।

সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার ও মেয়র প্রার্থীরাও থেমে নেই। বিজয় দিবস ও নতুন বছরকে স্বাগত জানিয়ে নিজ নিজ এলাকার লোকজনকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রার্থীতার জানান দিচ্ছেন। থেমে নেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাও।

তাছাড়া শীতকালীন বিভিন্ন খেলাধূলা, সামাজিক আচার-অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েও আগাম প্রার্থীতার আভাস দিয়ে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা।

উপজেলা সার্ভার স্টেশন সূত্র জানায়, আগামি বছরের মার্চ-এপ্রিলের দিকে এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ২০১৬ সনের ৪ জুন এ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যার মেয়াদ শেষ হবে আগামি বছরের ৪ জুলাই।

অপরদিকে পৌরসভা নির্বাচন হয়েছিল ২০১৬ সনের ৩১ অক্টোবর। সেমতে পৌরসভার নির্ধারিত মেয়াদ শেষ হবে আগামি বছরের ৩০ নভেম্বর।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী (১০ আগস্ট ২০২০) এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ ৯৪ হাজার ৭৫২। তন্মধ্যে পৌরসভার ভোটার সংখ্যা ২১ হাজার ৫৩০ জন।

উপজেলায় নারী ভোটার সংখ্যা ৯৭হাজার ৯৩১জন আর পুরুষ ভোটার সংখ্যা ৯৬হাজার ৮২১। এ উপজেলায় পুরুষের তুলনায় নারী ভোটার সংখ্যা কিছুটা বেশি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘কয়েকটি ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করছে নির্বাচন কমিশন। পাকুন্দিয়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা হতে এখনো অনেক সময় রয়েছে। তবে এখানে নির্বাচনী কোনো জটিলতা নেই। তফসিল ঘোষণা হলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। সেজন্য অফিসিয়াল কাজ এগিয়ে চলছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net