1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় সরকারি জমি দখল করে এটিএক্স এনার্জি'র সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন , প্রশাসনের নিরব ভুমিকা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় সরকারি জমি দখল করে এটিএক্স এনার্জি’র সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন , প্রশাসনের নিরব ভুমিকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২২৯ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের করতোয়া নদীর তীরে এটিএক্স এনার্জি’র সৌর বিদ্যুৎ প্রকল্প নামে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নামে চলছে খাস জমি দখলসহ জেলার আশপাশ যুবকদের চাকুরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ।

সোলার প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা বলে স্থানীয় এমপির ডিও লেটার নিয়ে অবৈধভাবে সরকারী খাস জমি দখল করছে প্রতিষ্ঠানটি । এছাড়া প্রকল্প এরিয়ার আশপাশে জমির মালিকানাধীনদের লোভনীয় বেতনে প্রতিষ্ঠানটিতে চাকুরির নামে তাদের কাছ থেকে জমি নিচ্ছে। অনেকেই ব্যকার সমস্যা থেকে রেহাই পেতে এই পন্থা বেঁচে নিচ্ছে ভবিষ্যৎতের দিকে না তাকিয়ে। যার ফলে ঐ এলাকায় বিঘায় বিঘায় ফসলি জমি এটিএক্স এনার্জি’র সৌর বিদ্যুৎ প্রকল্প প্রতিষ্ঠানটির জবর দখলের মুখে জিম্মি।

জানা যায়, এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালক ও স্থানীয় কিছু ব্যক্তি যোগসাজসে খাস জমি দখল,লোভনীয় বেতনের চাকুরির প্রতিশ্রুতি দিয়ে মালিকানাধীন জমি দখলসহ প্রায় অর্ধশত যুবকের কাছে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয়রা জানান, প্রকল্পে চাকুরির নামে জন প্রতি দুই থেকে আড়াই লক্ষ টাকা নিচ্ছে। প্রকল্পের লোকজন অনেকের কাছে বলছে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হলেই অনেকেরই চাকুরি সরকারি হবে বলে জানান। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বিশাল এরিয়ার জায়গায় দখল করে টিনের বেড়া দিয়েছে। গেটে নিরাপত্তাকর্মীদের বাইরের কোন ব্যাক্তি যাতে ভিতরে প্রবেশ না করতে পারে সে ব্যাপারে সর্তক করছেন বলে জানান প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মীরা। তবে প্রকল্পটির বিষয়ে স্থানীয় এমপি ও প্রশাসন অবগত নন।

এটিএক্স এনার্জির ব্যবস্থাপনা পরিচালক খালেকুজ্জামান মাসুদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,এমপি মহোদয় আমাকে ডিও লেটার দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি লোক মুখে শুনেছি। ওই ঘটনায় স্থানীয় প্রশাসনকে তারা না জানিয়েই কাজ করছে। তদন্ত চলছে কোনো অনিয়ম করে কাজ করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় এমপি আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চোধুরী বলেন, সে আমার কাছ থেকে ডিও লেটার নিয়েছে। কিন্তু সে কোনো অনৈতিক কাজ করলে তার জন্য তো আমি দায়ি না।

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, সেখানে যে কাজ করা হচ্ছে তা সম্পর্ণ অবৈধ। ওই কাজের কোনো অনুমোদন নেই। তাছাড়া শুনেছি স্থানীয় লোকজনকে ভুল বুঝিয়ে জমি ক্রয় এবং চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net