ছবির ব্যক্তি মোঃ শামিম শেখ, দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্য অবস্থায় দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন : আত্মীয়দের খোঁজ নেয়ার অনুরোদ
নছিউল হক
সৌদি আরব প্রতিনিধি
১৬/১২/২০২০ ইং
নাম- মোঃ শামিম শেখ,
পিতাঃ মুখারাম শেখ,
পাসপোর্ট নং- BN0177533
ঠিকানাঃ কুবদি,
আরকান্দি,
বালিয়াকান্দি,
রাজবাড়ী,
(পাসপোর্টে প্রাপ্ত মোবাইল নং বন্ধ)
ছবির ব্যক্তি দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মুমূর্য অবস্থায় দাম্মাম সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সৌদি আরবে অবৈধ (হুরুব) অবস্থায় আছেন। তার পরিচিত কারো সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার পরিচিত কেউ থাকলে দাম্মাম ট্রাফিক অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
- 24Shares
24