সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদী জেলার সদর উপজেলার ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান। এসময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকা, তফসিল-খ প্রতিপালন না করা নির্ধারিত সেবা মূল্যের অধিক মূল্যে সেবা দেওয়া, ইর্মাজেন্সি ইউনিটে প্রয়োজনীয় সরঞ্জাম না থাকা, ডক্টরস রেজিস্ট্রার না থাকাসহ নানাবিধ অব্যবস্থাপনার জন্য কারণে মেডিক্যাল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৫০,০০০/ টাকা জরিমানা করা হয়। এ সময় ইফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক মাসের মধ্যে লাইসেন্স নবায়নসহ সকল প্রকার অসংগতি দূর করার লিখিত অঙ্গিকারনামা দেন। সিভিলে সার্জন, নরসিংদী মহোদয়ের প্রতিনিধি হিসেবে ডা: নাসিম আল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে ভ্রাম্যমান আদালত এ আদেশ প্রদান করেন।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নরসিংদী, আনসার ব্যাটালিয়ন,আনসার ভিডিপি এবং গনমাধ্যম সহকর্মীগণ।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে, জানিয়েছেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া ।