কে এম ইউছুফ [হাটহাজারী] চট্টগ্রাম : বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
এসময় সেবা গ্রহণে আসা রোগী এবং স্বজনদের সাথে তিনি কথা বলেন।
তিনি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি সহ হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখে কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি কিছু নির্দেশনা দেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কে হাসপাতাল প্রাঙ্গনে অভ্যর্থনা জানান।
এসময় আরো ছিলেন- ডা. মাহতাব উদ্দিন, ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ্, ডা. হাসিনা, ডা. তাহনিয়া, ডা. রাশেদুল ইসলাম, ডা. নাবিলা এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।
বিভাগীয় পরিচালক হাসপাতালের চিকিৎসকদের সাথে আলাদা মতবিনিময় করেন এবং মুজিববর্ষ উপলক্ষে জনগনের সুবিধার্থে স্বাস্থ্যসেবায় সরকারের নেয়া বিশেষ উদ্যোগসমূহ নিশ্চিতে নিবিড় ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।