1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগাপে ব্যাপক অনিয়মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পূর্বাহ্ন

আগাপে ব্যাপক অনিয়মে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মংহাইথুই মারমা, রুমা(বান্দরবান)প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার

গত ৬ ডিসেম্বর, ২০২০ তারিখে অনলাইন পত্রিকায় স্বনামধন্য এনজিও “আগাপে” সংস্থা কর্তৃক “কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ” এর অর্থায়নে পরিচালিত পাজেশিউপ্র, পলি মৌজা বিডি-৫০৭ প্রকল্প, কেন্দ্র ও আগাপে’র ব্যাপারে পরিবেশিত সংবাদে আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। উক্ত পরিবেশিত তথ্য সম্পূর্ণ বানোয়াট ও ভূয়া। একটি স্বনাম ধন্য প্রতিষ্ঠানের ব্যাপারে এরূপ ভূয়া ও ভিত্তিহীন সংবাদের ব্যাপারে তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। প্রকৃত সত্য হলো আজ পর্যন্ত আগাপে সংস্থা আন্তরিকতা, নীতিমালা, সুনাম ও ত্যাগের সাথে পরিচালিত হয়ে আসছে। এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির সদস্যবৃন্দ ও কর্মীগণ আন্তরিকতা, ভালোবাসা ও ত্যাগের মানুষিকতা নিয়ে কাজ করে থাকেন এবং আগাপে’র নির্বাহী পরিচালক জয় বাহাদুর ত্রিপুরা একজন উচ্চ শিক্ষিত, সৎ ও সুনামের অধিকারী একজন নিষ্ঠাবান ব্যক্তি। কমিটি মতামত ছাড়া ইচ্ছমেত স্বজনপ্রীতি দেখিয়ে নিয়োগ করা হয় এ তথ্য যাহা মিথ্যা ও বানোয়াত। আগাপে সংস্থার বর্তমান সুনাম ও দক্ষতাকে হেয় প্রতিপন্য করার অপচেষ্টা মাত্র। আগাপে সংস্থার নির্বাহী পরিচালক জনাব জয় বাহাদুর ত্রিপুরার মর্যাদা, সম্মান, গ্রহনযোগ্যতা, ঔদার্যতাকে অসাধু উপায়ে খাটো করার অপচেষ্টা মাত্র। আগাপে সংস্থার সকল কর্মী ও পলি মৌজা প্রকল্পের বর্তমান কর্মীবৃন্দও অনেক সীমাবদ্ধতার মধ্যেও ভালোবাসা, ত্যাগ ও আন্তরিকতার সাথে যার যার দায়িত্ব পালন পূর্বক অত্র এলাকার দরিদ্র শিশুদের সেবা প্রদান করে যাচ্ছে যা সরকারী বেসরকারী সংশ্লিষ্ট সকলের মাঝে সর্বজন বিদিত। বিধি মোতাবেক সকল সরকারী অফিস, দাতা সংস্থা ও সংস্থার কর্তৃক পক্ষের নিকট কার্যক্রম প্রতিবেদন দাখিল পূর্বক জবাবদিহিতা ও স্বচ্ছতার সাথে প্রকল্প বাস্তবায়ন করা হয়ে থাকে। প্রকাশিত সংবাদের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার খবর সম্পূর্ণ ভূয়া ও বানোয়াট। আগাপে’র প্রতিটি নিয়োগ সংস্থার নীতিমালা অনুযায়ী হয়ে থাকে। এখানে অনিয়মের বা স্বজন প্রীতির কোন সুযোগ নাই। বরং প্রতিষ্ঠানের বাইরে থেকে কেউ নিয়োগ বা অন্যান্য ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি করার জন্য অনাকাঙ্খিত চাপ দিলেই সংস্থার নির্বাহী পরিচালক সহ সংশ্লিষ্টরা রুখে দাঁড়ান। বিধি মোতাবেক নিয়োগকৃত রাজ বাহাদুর ত্রিপুরাসহ ফান্ডের সীমাবদ্ধতার কারণে আগাপে’র কেন্দ্রীয় কার্যালয় ও প্রকল্পের অনেক কর্মীকে ত্যাগ স্বীকার করতে হয় ও বিভিন্ন সময় বাড়তি দায়িত্ব পালন করতে হয়।

অন্যান্য জায়গার ন্যায় পলি মৌজা প্রকল্পেও স্থানীয় কমিটি গঠন করা হয়েছে যারা দুই একদিনের মধ্যে দায়িত্ব অর্পণ করা হবে। কোভিড ১৯ এর জন্য কমিটি গঠন ও দায়িত্ব হস্তান্তর কিছুটা দেরী হয়েছে যা অস্বাভাবিক নয়। কমিটি ছাড়া সুভাষকে ভারপ্রাপ্ত করে দায়িত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলে প্রকাশিত সংবাদে যা বলা হয়েছে তা সঠিক নয়। তাছাড়া প্রকল্প চলে নিদ্দিষ্ট নিয়মের ভিতর। এখানে স্থানীয় কমিটিরও এককভাবে কিছু করার সুযোগ নেই বা দুর্নীতির সুযোগ নেই। সেতু ত্রিপুরা সম্পূর্ণরূপে বিধি মোতাবেক নিয়োগ হয়েছিল। তিনি একজন এমবিএ ডিগ্রীধারী যোগ্য কর্মী। তাকে তার সততার জন্য বাইরের কিছু মানুষের অনেক ঈর্ষা, হিংসা ও অযাচিত চাপ মোকাবেলা করতে হয়েছিল। তাকে বদলী করা হয়েছিল সাধারণ নিয়মে, কোনভাবে তার অযোগ্যতা বা অন্য নেতিবাচক ব্যাপারের জন্য বদলী করা হয়নি। বরং যেখানে তিনি বর্তমানে কর্মরত সেখানে অনেক ভালভাবে সুনামের সহিত কাজ করছেন যা স্থানীয় প্রশাসনসহ সকলের কাছে বিদিত। সেতু ত্রিপুরাসহ তার সহকর্মীদের ও আগাপে’র ভালো কাজের স্বীকৃতি স্বরূপ স্থানীয় প্রশাসন ঐ প্রকল্পে এক্টিভিটি হল নিমার্ণ করে দিয়েছে। প্রকাশিত সংবাদে তিমথী ত্রিপুরার অভিযোগের যে বিষয়টি বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। বিশ্বব্যাপী করোনার মহামারীর কারণে ফান্ড সংকুচিত হওয়ায় ও বাংলাদেশ সরকারের নির্দেশনায় স্কুল বন্ধ ও শিশু সমাবেশের উপর নিষেধাজ্ঞা থাকায় প্রকল্পের টিউটর ও বাবুর্চি পদ কমাতে বলা হয়। সেজন্য বাংলাদেশের অন্যান্য জায়গার মত পলি মৌজা প্রকল্পেও টিউটরদের লিখিত পরীক্ষা ও অতীত পারফরম্যান্স মূল্যায়ন এবং বাবুর্চিদের অতীত পারম্যান্স মূল্যায়নের নম্বারের ক্রম ভিত্তিতে চাকুরীতে বহাল রাখা হয়। তিমথীসহ ত্রিপুরা যারা চাকুরী থেকে বাদ পড়েছেন সে ভিত্তিতে বাদ পড়েছেন। বা যারা চাকুরীতে বহাল রয়েছেন সে ক্রম অনুসারে বহাল রয়েছেন। এখানে কারোর প্রতি কোনরূপ বৈষম্য করা হয়নি। একথা তাকে বহুবার জানানো হয়েছে। তা সত্বেও তার ব্যাপারে এরূপ ভিত্তিহীন অভিযোগ কোনভাবে গ্রহনযোগ্য নয়। প্রকাশিত সংবাদে প্রকল্প কো-অর্ডিনেটর জনাচন্দ্র ত্রিপুরা অভিযোগগুলি স্বীকার করে নেন বলে যা বলা হয়েছে তা বক্তার বক্তব্যকে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। তিনি সেরূপ বলেননি। উপরোক্ত বক্তব্যেই তিনি বলেছেন। ভবিষ্যতে হিংসা ও ঈর্ষা বশবর্তী হয়ে সঠিক তথ্য না জেনে কাউকে হেয় করে অপপ্রচারের মাধ্যমে নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার হীন উদ্দেশ্যে এরূপ ভিত্তিহীন তথ্য সরবরাহ ও সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net