আনোয়ারা সংবাদাতাঃ
চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে। এই স্লোগানকে সামনে রেখে আনোয়ারায় প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন চেতনা প্রজন্ম ফাউন্ডেশন নামে একটি সামাজিক সংগঠন।
মানবাধিকার ও সামাজিক ভিত্তিক এই সংগঠনটি গুনীজন সম্মাননার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনটির প্রথম অভিষেক অনুষ্ঠান।
শুক্রবার(১১ ডিসেম্বর) উপজেলা হলরুমে জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনে সভাপতি তানজিম তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক এম এ ছবুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকে যখন যুব সমাজ মাদকের স্রোতে হারিয়ে যাচ্ছে তার বিপরীতে একদল যুবক স্বাধীনতার মন্রে উজ্জীবিত হয়ে সমাজ গড়ার স্বপ্ন দেখছে।
আমি এই যুব সমাজকে নিয়ে নতুন দিনের স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি এই ফাউন্ডেশন নিরলস কাজের মাধ্যেমে আনোয়ারার মানবধিকার ও সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান বাবু মৃণাল কান্তি ধর,আনোয়ারা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার,ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু মুহাম্মদ রাশেদ চৌধুরী,১০ নং হাইলধর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, সানগ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদ মধুসহ বিভিন্ন সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান গুণীজন হিসেবে সম্মাননা স্বারকে ভূষিত হন দৈনিক পূর্বকোনের প্রতিষ্ঠাকালীন প্রধান সহযোগী সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি প্রবীণ সাংবাদিক ইস্কান্দর আলী চৌধুরী।
আলোচনার শেষ পর্যায়ে সংগঠনের সদস্য ও অতিথিদের মত বিনিময়ে অনুষ্ঠানটি মুখরিত হয়ে উঠে।