কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম : দারুল উলূম মুঈনুল ইসলাম প্রকাশ হাটহাজারী মাদরাসা) র প্রাক্তণ মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের সাবেক আমীর ও হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ্ আহমদ শফি রহ. এর কবর জেয়ারত করেছেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতী সৈয়দ মো. রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাটহাজারী মাদরাসায় এসে মাদরাসার বর্তমান শাইখুল হাদীছ ও শিক্ষা পরিচালক, বিশিষ্ট হাদীছ বিশারদ আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় আল্লামা জুনায়েদ বাবুনগরী চরমোনাই পীর সাহেবের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করেন।
এসময় ছিলেন- মাদরাসার মুহাদ্দিছ আল্লামা আশরাফ আলী নিজামপুরী, মাও. আজিজুল হক ইসলামাবাদী, মুফতী আব্দুল আলী কারিমী ও ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব ফোরকান সিকদার প্রমূখ।
এরপর জামেয়ার অভ্যন্তরে মসজিদে বায়তুল আতিক সম্মুখস্থ আল্লামা শাহ্ আহমদ শফি রহ. এর কবর জেয়ারত করেন চরমোনাই পীর সাহেব সৈয়দ রেজাউল করিম। পরে তিনি মাদরাসার পার্শ্বস্থ হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখা আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন।