আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। ১৪ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গুইমারা উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন,গুইমারা সকল স্কুল কলেজ ও মাদ্রাসা। পরে দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ সভাপতির বক্তব্যে বলেন
১৯৭১ সালে স্বাধীনতার ঊষালগ্নে নিশিত পরাজয় জেনে সেদিন জাতিকের মেধা শূন্য করতে বাঙালি মেধাবী শিক্ষক, চিকিৎসকসহ পেশাজীবিদের হত্যা করে পাকিস্তানের হানাদার বাহিনী।এসব সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখাতে হবে।এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন, আমার বাড়ি আমার খামারের প্রকল্প কর্মকর্তা শান্তনু মহাজনসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।