1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

গুইমারাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সভা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ১৮১ বার

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে গুইমারা উপজেলা সরকারি কর্মকতা কর্মচারীরা। ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এমন স্লোগানে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গুইমারা উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ব্যানারে গুইমারা উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় গুইমারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারউজ্জামান,গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।

স্বাধীনতা বিরোধী মৌলবাদীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করেনি, তারা দেশের সতের কোটি মানুষের বিশ্বাসের উপর আঘাত করেছে। এমন মন্তব্য করে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ বলেন, আমরা একটি নাম শুনে আর একটি আদর্শকে লালন করে আসছি।গৌরবের ৪৯ বছরে বিজয় দিবস পালনের প্রাক্কালে ভাস্কর্য ভাঙচুরকে ঘৃনিত কাজ উল্লেখ করে বক্তারা বলেন, এমন ঘৃনিত কাজের প্রতিবাদ না করলে বাঙ্গালী হিসেবে আমরা অকৃজ্ঞ জাতি হিসেবে পরিচিত হবো। পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মাধ্য অপশক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
প্রতিবাদ সভায় গুইমারা উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net