আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় গুইমারাবাসীর আন্তরিক
অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন,গুইমারা উপজেলার রূপকার,গুইমারা
ইউনিয়ন পরিষদের দু’দুবারের সফল চেয়ারম্যান(স্বর্ণ পদকপ্রাপ্ত),গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক, গুইমারা বাসীর অহংকার জনবান্ধব নেতা মেমং মারমা। ১২ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে জনপ্রিয় নেতাকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান গুইমারা প্রেসক্লাবের সদস্যরা।এসময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল আলী,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আনন্দ সোম,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন,প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন,ক্রীড়া ওসাংস্কৃতিক সম্পাদক,ফোরকানুল হক সাকিব নির্বাহী সদস্য আশ্রফুল ইসলাম বেলালসহ প্রেসক্লাব সদস্যরা।এর আগে গুইমারা উপজেলা আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ,রাজনৈতিক
ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা জানান এ নেতাকে।প্রায় দুইদিন পর্যন্ত শুভেচ্ছাপর্ব চলেছে। এছাড়াও ভক্ত,শুভাকাঙ্খীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাদের প্রিয় নেতাকে।
উল্লেখ্য,পার্বত্য জেলা পরিষদ আইনের সর্বশেষ সংশোধনী মোতাবেক ২০১৫ সালের ২৫ মার্চ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত পূর্বের চেয়ারম্যানসহ মোট সদস্য সংখ্যা ৫ থেকে ১৫ তে উন্নতি করে তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণ গঠন করে সরকার।দীর্ঘ ৫ বছর ৮ মাস ১৫ দিন পর ১০ডিসেম্বর তিন পার্বত্য জেলা পরিষদ পূর্ণ গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।এতে গুইমারার জনবান্ধব নেতা মেমং মারমা খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হন।