এম, এ মান্নান লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবলীগ । রবিবার (৬ডিসেম্বর) বিকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে ছিলেন,
উপজেলা যুগ্ম আহবায়ক দলিলুর রহমান মানিক, সদস্য মোশারফ হোসেন মজুমদার, মনিরুল ইসলাম রতন,ওমর ফারুক, মনির হোসেন, গোলাম কিবরিয়া সুমন, সাজেদুল ইসলাম সজল, মাসুদ পারভেজ রনি, আবদুল কাদের শাহিন,সাইফুল ইসলাম,নজরুল ইসলাম প্রমুখ।