এম, এ মান্নান বিশেষ প্রতিনিধি কুমিল্লা
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর, জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা আওয়ামী সেচ্ছাসেবকলীগ । সোমবার (৭ডিসেম্বর) বিকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে ছিলেন,
উপজেলা সহ সভাপতি সুম্ভু সাহা, আবদুল বাতেন, সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, শাহ আলম,মোঃ গোলাফ, সাইদুল হক লিটন প্রমুখ।