শাহাদাত হোসেন,(রাউজান চট্টগ্রাম প্রতিনিধি)
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাউজানের চিকদাইর ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার ( ১১ ডিসেম্বর) বিকেলে চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠন। সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। উপজেলা যুবলীগের সহ সম্পাদক জাহেদুল আলম জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আ.লীগের সহ সসভাপতি সেলিম উদ্দীন,মোহাম্মদ আলমগীর মেম্বার,সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হানিফ মেম্বার, আ.লীগ নেতা ইলিয়াছ মেম্বার,রোকন উদ্দীন, শফিউল আজম, উপজেলা যুবলীগ নেতা হামরুল হাসান বারেক, জানে আলম মিনহাজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ্জাহান, অর্থ সম্পাদক জসিম উদ্দীন, রাশেদুল আলম রনি, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন আরিফ, কাজী মাসুদ রানা, নোমান বিন আজিজি, ইউপি সদস্য জানে আলম, আনোয়ার হোসেন,আনোয়ার আলম, দেলোয়ারসহ আরো অনেকেই।