সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের সম্মাননায় ভূষিত হয়েছেন। শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অডিটোরিয়ামে এ সম্মাননা ও সনদপত্র তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। এসময় ভার্চুয়ালে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।
জানা যায়, নরসিংদী জেলা প্রশাসনের সেবা সহজীকরণে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম, অ্যাপস, ওয়েবসাইট ও ভূমি অধিগ্রহণের সফটওয়্যার ব্যবহার করে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ পুরস্কারের সম্মাননা ভূষিত হন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এর আগে গত বছরের জনপ্রশাসন পদক ও ২০১৮ সালে প্রাথমিক শিক্ষায় অবদান রাখায় দেশ সেরা জেলা প্রশাসকের সম্মাননা পেয়েছেন তিনি।