সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীকে সফল করতে সোনারগাঁ পৌরসভার নির্বাচনের মেয়র পদ-প্রার্থী মোহাম্মদ হোসাইনের নেতৃত্বে শত-শত নেতাকর্মী যোগদেন এই কর্মসূচীতে।
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির আহ্বানে মেয়র পদ-প্রার্থী মোহাম্মদ হোসাইন বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী বাস স্ট্যান্ডে শত-শত নেতাকর্মী নিয়ে অপেক্ষা করতে থাকেন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য।
পরে দুপুর ১২ টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল।বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক এসএম জাহাঙ্গীর হোসেন ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এছাড়াও মানববন্ধন কর্মসূচীতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের ইন্ধনে মৌলবাদীরা মাথাচারা দিয়ে উঠেছে। বাংলার মাটিতে মৌলবাদের মৌলবাদকে রুখে দিবো আমরা।