শাহরিয়ার মাহমুদ রিয়াদ:
আমার বাংলাদেশ (এবি) পার্টির উদ্যোগে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মহান বিজয় দিবস-২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (১৬ডিসেম্বর) এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চকরিয়া উপজেলা শাখার সদস্য সচিব অধ্যাপক এম.এ ওয়াহেদের নেতৃত্বে উপজেলা এবি পার্টি পুরাতন বিমানবন্দরস্থ বিজয় মঞ্চ সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এতে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের স্মরণ করা হয়। এসময় চকরিয়া উপজেলা এবি পার্টির শতাধিক নেতাকর্মী বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।