পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ
নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে ৫০০ টাকার জন্য খোদেজা বেগম নামের এক মাকে রিক্সার এক্সেল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছিল খোরশেদ মিয়া নামের এক পাষণ্ড ছেলে।এ ঘটনায় তার ছোট বোন আসমা বেগম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মঙ্গলবার রাতে পলাশ থানায় একটি মামলা দায়ের করে।
মামলার পর স্থানীয়দের সহায়তায় খোরশেদ মিয়া কে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ৬ ডিসেম্বর রবিবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগম এর কাছে ৫০০ টাকা চায় তার ছেলে এসময় খোদেজা বেগম টাকা দিতে অস্বীকার করলে খোরশেদ তার মায়ের উপর চড়াও হয় এবং পরে ক্ষিপ্ত হয়ে নিজের প্রতিবেশীর খেরের পালায় আগুন লাগিয়ে দেয় এবং পল্লী বিদ্যুতের দুটি মিটারের লাইন কেটে দেয় এ সময় খোদেজা বেগম বাধা দিতে গেলে মাকে রিক্সার এক্সেল দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করে মা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এরপর স্থানীয়রা খোদেজা বেগম কে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। জানা যায় গত ১০ দিন ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ১৬ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় খোদেজা বেগম মৃত্যুবরণ করেন। এ ব্যাপারে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি খোরশেদ মিয়া বর্তমানে পুলিশি হেফাজতে নরসিংদী জেলা কারাগারে রয়েছেন।