মােঃসাইফুল্লাহ ;
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২০ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর সোমবার শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর-এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি (তদন্ত) লিটন কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রউসউজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ তৌফিকুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারীসহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের একেবারেই শেষের দিকে পাকহানাদার বাহিনী এদেশীয় রাজাকার আল বদর, আল শামসদের সহযোগিতায় দেশকে মেধাশূন্য করতে শিক্ষাবিদ, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ মেধাবীদের হত্যা করে। এখনও সেই সব ষড়যন্ত্রকারীদের প্রেতাত্মারা দেশে নানা সময়ে বিশৃংখলা সৃষ্টির পায়তারা করে আসছে।