মােঃসাইফুল্লাহ;
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪ ডিসেম্বর সোমবার শ্রীপুরে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে শুদ্ধাচার অনুশীলন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর-এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি (তদন্ত) লিটন কুমার দাস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রউসউজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) ইকরাম আলী বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, কৃষি অফিসার সালমা জাহান নিপা, সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামসহ আরো অনেকে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত সেমিনারে সমাজসেবা কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।