মোঃ সাইফুল্লাহ ;
মাগুরায় ৫০তম মহান বিজয় দিবস উপলক্ষে অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ ডিসেম্বর বুধবার সকালে অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মরহুম অধিনায়ক আকবর হোসোন মিয়ার পুত্র কুতুবুল্লাহ হোসেন মিয়ার নেতৃত্ব বিজয়র্্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
সকাল সোয়া ১০ টায় টুপিপাড়াস্থ এম ওহাব মার্কেট এলাকা থেকে বিজয়র্্যালী শুরু হয়ে শ্রীপুর উপজেলা চত্ত্বর ও উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীপুর শহরের কুমার নদীর তীরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধিনায়ক আকবর হোসেন মিয়ার পুত্র কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বক্তব্যে তিনি বলেন ১৬ ডিসেম্বর বাঙালি জাতির জন্য এক ঐতিহাসিক দিন। আমার আব্বা মরহুম অধিনায়ক আকবর হোসেন মিয়ার সাহসী নেতৃত্ব সারা দেশের মত মাগুরাও শত্রু মুক্ত হয়েছিলো ৭ ডিসেম্বর।
তিনি বলেন বিজয়ের এই দিনে আগামীর বাংলাদেশ বিনির্মানে তৃনমূল আওয়ামী লীগকে সুসংগঠিত না করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গোড়ে তোলা সম্ভব নয়। তিনি আরো বলেন -প্রতি হিংসার রাজনীতি থেকে বের হয়ে সকল নেতা কর্মিকে শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাংলাদেশকে সুসংগঠিত রাষ্ট্রে পরিনত করতে পারলেই কাঙ্খিত বিজয় নিশ্চিত হবে।
উক্ত বিজয় র্্যালীতে মোস্তফা মাস্টারসহ মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন।